আপডেট : ১৭ এপ্রিল, ২০২৩ ০৮:১০
শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
দৈনিক বাংলা ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পক্ষে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার রাজধানীর নুরেরচালা ও খিলবাড়ীর টেক এলাকায় ৪ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি মো. সামছুদ্দোহা (শিমু) ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি এবং ১ লিটার তেল বিতরণ করা হয়েছে।