জয়পুরহাটে মাদকের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে একইসঙ্গে ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ছানাউল আকন্দ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশনাল গ্রামের আশরাফ আলী আকন্দের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৫ সালের ২৫ ডিসেম্বর রাত ১টার দিকে কয়া ক্যাম্প থেকে বের হয়ে রামভদ্রপুর গ্রামের মাঠের মধ্যে ফাঁদ পাতেন বিজিবি সদস্যরা। রাত সাড়ে ৩টায় তারা রামভদ্রপুর গ্রামের আতাউর মেম্বারের বাড়ির পশ্চিম পাশের কাঁচা রাস্তার দক্ষিণ পাশের সীমানা পিলার থেকে ৭০০ গজ বাংলাদেশের ভেতরে ভারত থেকে কয়েকজনকে ফেনসিডিল নিয়ে আসতে দেখেন।
এজাহারে বলা হয়েছে, বিজিবি ধাওয়া দিয়ে এক কার্টন ফেনসিডিলসহ এক জনকে ধরে ফেলে। বাকিরা কার্টন ফেলে পালিয়ে যায়। কার্টনগুলো খুলে মোট ১৩৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে মাদক চোরাচালান করেন। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট উদয় সিং, আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রায়হান নবী।
জয়পুরহাটের আদালত পরিদর্শক আব্দুল লতিফ খান দৈনিক বাংলাকে বলেন, মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা