ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার পেছনে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই নারীযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে এক শিশু। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে নান্দাইলের অরণ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নান্দাইল হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম স্থানীয়দের বরাতে জানান, সন্ধ্যার দিকে অটোরিকশাযোগে এক শিশুসহ দুই নারী কিশোরগঞ্জ থেকে নান্দাইলের দিকে যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি মাইক্রোবাস অটোরিকশাটিকে পেছনে সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা দুই নারীসহ এক শিশু মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।
শফিকুল ইসলাম বলেন, গুরুতর আহতাবস্থায় শিশুটি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।