আপডেট : ১৮ এপ্রিল, ২০২৩ ২১:০৫
সুবিধাবঞ্চিত শিশুরা পেল জাগ্রত মানবিকতার ঈদ উপহার
প্রতিনিধি, কুমিল্লা

সুবিধাবঞ্চিত শিশুরা পেল জাগ্রত মানবিকতার ঈদ উপহার

সুবিধাবঞ্চিত শিশুরা পেয়েছে জাগ্রত মানবিকতার ঈদ উপহার। ছবি: দৈনিক বাংলা

মা-বাবা নেই কিংবা মা-বাবা থাকলেও নতুন পোশাক পরে ঈদ করা যাদের কাছে বিলাসিতা, সেই সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা। সুবিধাবঞ্চিত অর্ধশত শিশুর হাতে তারা তুলে দিয়েছে ঈদের পোশাক, সঙ্গে নগদ অর্থও।

সোমবার বিকেলে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাডে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান অবকাশ স্কুলে ঈদের নতুন পোশাক বিতরণ করে জাগ্রত মানবিকতা। সেই সঙ্গে নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় নতুন পোশাক পেয়ে ঈদ আনন্দে মেতে ওঠে শিশুরা।

জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বলেন, আকাশচুম্বী সুখ নয়, সুবিধাবঞ্চিত শিশুদের কাজে আত্মার প্রশান্তি হয়। আমরা সে কাজটাই করছি।

অবকাশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্কুলের প্রতিষ্ঠাতা এ আর মানিক সরকার বলেন, আমরা সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছি। আমরা চেষ্টা করি সুবিধাবঞ্চিত এসব শিশুরা লেখাপড়া করে নিজেকে যোগ্য করে তুলবে। সেই সুবিধাবঞ্চিত শিশুদের গত কয়েক বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা প্রতি ঈদে নতুন পোশাক দিচ্ছে। বিষয়টি আমাদের কাছে খুবই আনন্দের। জাগ্রত মানবিকতার এমন কাজে আমরা উৎসাহ পাই।