টেলিটক বাংলাদেশের করপোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে বাংলা একাডেমি ও টেলিটকের মধ্যে গত মঙ্গলবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলা একাডেমির পরিচালক (প্রশাসন, মানবসম্পদ ও পরিকল্পনা) ড. কে এম মুজাহিদুল ইসলাম এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা) সাইফুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, টেলিটকের মহাব্যবস্থাপক সালেহ্ মো. ফজলে রাব্বী প্রমুখ।