আপডেট : ১৯ এপ্রিল, ২০২৩ ১৪:১৩
আইপিএলে মোস্তাফিজদের ক্যাম্পে ১৬ লাখ রূপির মালামাল চুরি
ক্রীড়া ডেস্ক

আইপিএলে মোস্তাফিজদের ক্যাম্পে ১৬ লাখ রূপির মালামাল চুরি

একে তো এবারের আইপিএলে পাঁচ ম্যাচ কেটে যাওয়ার পরও দলটা জয়ই পাচ্ছে না, তার মধ্যে চুরির দুঃসংবাদও পেল মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিট্যালস। তাদের এক কর্মী খেলোয়াড়দের ব্যাট-গ্লাভসসহ প্রায় ১৬ লাখ রুপির মালামাল চুরি করে লাপাত্তা।

ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বেঙ্গালুরু থেকে দলের দিল্লি যাওয়ার পথে ওই কর্মী লাপাত্তা হয়ে গেছেন। কিন্তু খেলোয়াড়রা তাদের মালপত্র হারানোর ব্যাপারটা টের পেয়েছেন হোটেলে নিজেদের কক্ষে কিটব্যাগ পৌঁছানোর পর।

মূলত ব্যাটই বেশি হারানো গেছে। ডেভিড ওয়ার্নার ও ফিল সল্টের ব্যাট হারিয়েছে তিনটি করে, মিচেল মার্শের দুটি। ভারতীয় ব্যাটসম্যান ইয়াশ ধুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত- তার ৫টি ব্যাট চুরি হয়ে গেছে। ব্যাটগুলোর বেশ কয়েকটির দাম ১ লাখ রুপির মতো।

ব্যাটের পাশাপাশি বেশ কয়েকজন খেলোয়াড়ের গ্লাভস, জুতাসহ আরও কিছু সামগ্রী চুরি হয়েছে। এত কিছু চুরি যাওয়ার পরও অবশ্য গতকাল অনুশীলন সেশন ঠিকভাবে শেষ করেছে দিল্লি। নতুন ব্যাট আনতে কাজও শুরু হয়ে গেছে। আগামীকাল দিল্লির ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।

হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, আইপিএলে এত বড় চুরি এবারই প্রথম। আইপিএল সাধারণত একটি লজিস্টিকস কোম্পানিকে নিয়োগ দেয় যারা এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে খেলোয়াড়দের মালামাল আনা-নেয়ার প্রক্রিয়া মসৃণভাবে শেষ করে। খেলোয়াড়দের কিটব্যাগ সাধারণত তাদের গন্তব্যে নিজ নিজ হোটেল রুমের সামনে রেখে দেয়া হয়। এবার কীভাবে এত কিছু হলো, সেটা নিয়ে তদন্ত চলছে।