সামাজিক যোগাযোগের জনপ্রিয় অনলাইন মাধ্যম টুইটার বৃহস্পতিবার থেকে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ বা নীল রঙের টিক চিহ্ন মুছে ফেলতে শুরু করেছে। ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংগীত তারকা জাস্টিন বিবার থেকে শুরু করে বহু বিখ্যাতজনের টুইটারে এখন আর ‘ব্লু টিক’ দেখা যাচ্ছে না। খবর এএফপির।
ভেরিফায়েড বা সত্যিকারের অ্যাকাউন্টে এতদিন অবধি বিশেষ চিহ্ন হিসেবে ‘ব্লু টিক’ ব্যবহার করা হতো। কিন্তু ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা কিনে নেয়ার পর এই নিয়ম বাতিল করার ঘোষণা দেন। তিনি মনে করেন, এই চিহ্নের ব্যবহার ‘প্রভু ও প্রজার ব্যবস্থা’ রাখার শামিল। এখন থেকে কেউ নিজের টুইটার অ্যকাউন্টে বিশেষ চিহ্ন বহাল রাখতে চাইলে তাকে মাসে ওয়েব ভার্শনে প্রতি মাসে ৮ মার্কিন ডলার এবং অ্যান্ড্রয়েড ও আইওএসে মাসে ১১ ডলার খরচ করতে হবে। মাস্ক আরও বলেছেন, তিনি ‘সাংবাদিকতায় গণতন্ত্রায়ণ এবং জনমতের ক্ষমতায়ন’ করবেন।
মূলত বিখ্যাত তারকা, সাংবাদিক এবং রাজনীতিকেরা নিজেদের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। এমন অনেককে কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই তাদের টুইটার থেকে ‘ব্লু টিক’ সরিয়ে ফেলা হয়েছে। এতদিন এটি বিনা মূল্যে পাওয়া যেত।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা