আপডেট : ২২ এপ্রিল, ২০২৩ ১৭:৩৭
সরকারি বাংলো ছাড়লেন রাহুল

সরকারি বাংলো ছাড়লেন রাহুল

রাহুল গান্ধী।

দিল্লির সরকারি বাংলো ছেড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার বাংলোর চাবি লোকসভার হাউজিং কমিটির সদস্যদের হাতে তুলে দেন ওয়ানাড়ের এই সাবেক সাংসদ। আপাতত মা সোনিয়ার জন্য বরাদ্দ ১০ জনপথের সরকারি বাংলোয় তার ঠিকানা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গত প্রায় দু’দশক ধরে রাহুল গান্ধীর ঠিকানা ছিল লুটিয়েন্স দিল্লির ১২ নম্বর তুঘলক লেনের সরকারি বাংলো। লোকসভার হাউসিং কমিটি শনিবার পর্যন্ত সরকারি বাংলো ছাড়ার সময়সীমা দিয়েছিল রাহুলকে। তা মেনেই নির্দিষ্ট সময় তিনি বাংলো ছেড়ে দিলেন। শনিবার সকালে রাহুলের বাংলোয় গিয়েছিলেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। দুপুরে তিনি আবার যান ১২ তুঘলক রোডে।

কয়েকদিন আগেই সরকারি বাংলো থেকে নিজের মালপত্র সরিয়ে নেন রাহুল । দু’টি ট্রাকে সব মালপত্র নিয়ে যান তিনি। মা সোনিয়া গান্ধীর ১০ নম্বর জনপথের বাংলোতে মালপত্র রাহুল নিয়ে গেছেন বলে জানা গেছে।

২০০৪ সালে আমেথি লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথম এমপি হয়েছিলেন রাহুল। সে সময় তার জন্য ওই বাংলাটি বরাদ্দ করেছিল লোকসভার হাউসিং কমিটি।

২০১৯ সালেরেএক জনসভায় ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ গুজরাতের সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এইচএইচ বর্মা ২ বছর জেলের সাজা দিয়েছিলেন রাহুলকে। ওই রায়ের ভিত্তিতেই ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুলের সাংসদ পদ খারিজ করেন। ম্যাজিস্ট্রেট আদালতের ওই রায়ের বিরুদ্ধে সুরাতের দায়রা আদালতে রাহুল আবেদন করেছিলেন। কিন্তু অতিরিক্ত দায়রা বিচারক আরপি মোগেরা সেই আবেদন খারিজ করে দেন।