আপডেট : ২৩ এপ্রিল, ২০২৩ ১০:২৫
সিংড়ায় আ. লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের আহত ৬
প্রতিনিধি, নাটোর

সিংড়ায় আ. লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের আহত ৬

আহতদের হাসপাতালে দেখতে যান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: দৈনিক বাংলা

নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নুরপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন গ্রুপের নেতা-কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এমদাদুল হক বাবলু নেতা-কর্মীদের নিয়ে বাজারে বসেছিলেন। এ সময় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু ও তার ভাতিজা আসাদ আলী চানের নেতৃত্বে এমদাদুল হক ও তার অনুসারীদের ওপর অর্তকিত হামলা করে। এ সময় এমদাদুল হক, আসাদুজ্জামান ভুট্টু এবং প্রভাষক কাজলকে কুপিয়ে জখম করা হয়। তাদের উদ্ধারে এগিয়ে গেলে আরও তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাতপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় দোষীদের গ্রেপ্তারে সিংড়া থানার ওসি মিজানুর রহমানকে নির্দেশ দেন তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।