ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ২৫ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। এদের মধ্যে একজন ব্যবসায়ী ও একজন আইনপ্রণেতা রয়েছেন। জেলেনস্কি শনিবার এক ফরমানের মাধ্যমে ওই নিষেধাজ্ঞা জারি করেন। বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।
রাশিয়ার ২৫ জনসহ মোট ৪০ ব্যক্তি ওই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। তাদের মধ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের একজন, মালির আটজন, সুইজারল্যান্ডের চার জন, ইরানের দুই জন এবং আরেকজনের নাগরিকত্ব জানা যায়নি। নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের মধ্যে ব্যবসায়ী ভ্লাদিমির পোতানিন এবং আইনপ্রণেতা সুলেইমান কেরিমভের পরিবারের সদস্যরা রয়েছেন।
১০ বছর মেয়াদি ওই নিষেধাজ্ঞায় সম্পদ জব্দ করা, বাণিজ্য সংক্রান্ত লেনদেন সীমিতকরণ, ইউক্রেনে বেসরকারিকরণে অংশগ্রহণে বাধা প্রভৃতি শর্তের কথা বলা হয়েছে। একইসঙ্গে জেলেনস্কির কার্যালয় নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছে যাতে রাশিয়ার প্রতিরক্ষা ও প্রযুক্তি কোম্পানিও রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা