আপডেট : ২৪ এপ্রিল, ২০২৩ ১৫:১৪
চট্টগ্রামে অটোরিকশায় বিস্ফোরণ, দগ্ধ ৫
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে অটোরিকশায় বিস্ফোরণ, দগ্ধ ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটেরিকশায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন বিলকিস আক্তার (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় করে একই পরিবারের পাঁচজন তাদের গন্তব্যে যাচ্ছিলেন। নতুন ব্রিজ এলাকায় এলেই বিকট শব্দে অটোরিকশাটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে পাঁচজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেন স্থানীয়রা।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, আহতরা হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহার গোদার পাড় এলাকায়।