আগামী মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ৯ থেকে ১৪ মে এসেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ আইরিশদের জন্য বাঁচা-মরার লড়াইয়ে রূপ নিয়েছে।
সুপার লিগে ১১তম অবস্থানে থাকলেও বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলেই নয়ে চলে যাবে আইরিশরা। আর তিনটি ম্যাচই বড় ব্যবধানে জিতলে (তিন ম্যাচ মিলিয়ে জয়ের ব্যবধান ২৬০ বা এর বেশি হলে) দক্ষিণ আফ্রিকাকে টপকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডই যাবে।
গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য টিকিটের মূল্য ঘোষণা করেছে আয়ারল্যান্ড। এসেক্সের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডের ম্যাচগুলোতে সর্বসাধারণের জন্য নির্ধারিত টিকিটের মূল্য ২৫ পাউন্ড। বাংলাদেশি মূল্যমানে যা ৩ হাজার ২৯৮ টাকা।
এ ছাড়া ছাত্রদের জন্য ২০ পাউন্ডের টিকিটের ব্যবস্থা করা হয়েছে কিছু গ্যালারিতে। ওদিকে ১৭ বা তার চেয়ে কম বয়সীদের টিকিটের দাম রাখা হয়েছে ১০ পাউন্ড।
৯ ও ১২ মের টিকিট এখনো মিলছে। তবে সিরিজের শেষ ম্যাচ অর্থাৎ ১৪ মের ওয়ানডের টিকিট সব বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা