আপডেট : ২৪ এপ্রিল, ২০২৩ ১৯:২৭
শাহীন ‘শ্বশুর’ ডাকায় চটলেন আফ্রিদি!
ক্রীড়া ডেস্ক

শাহীন ‘শ্বশুর’ ডাকায় চটলেন আফ্রিদি!

গত ফেব্রুয়ারিতে আফ্রিদির বড় মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহীন/টুইটার

জামাতা শাহীন শাহ আফ্রিদিকে হুঁশিয়ার করে দিয়েছেন শহীদ আফ্রিদি। তার মুখ থেকে কখনোই ‘শ্বশুর’ সম্বোধন শুনতে চান না পাকিস্তানের সাবেক অধিনায়ক।

গত ফেব্রুয়ারিতে আফ্রিদির বড় মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহীন। সে সূত্রে ‘সিনিয়র’ আফ্রিদি এখন শাহীনের শ্বশুর।

তবে পাকিস্তানের এক টিভি চ্যানেলে শাহীনকে সতর্ক করে দিয়ে আফ্রিদি বলেন, ‘আমি আর কখনো তোমার মুখ থেকে এই শব্দ শুনতে চাই না।’

এর পেছনে ‘চিরতরুণ’ আফ্রিদির যুক্তি, এখনো শ্বশুর ডাক শোনার মতো বয়স হয়নি তার। এখনো সমানতালে ক্রিকেট খেলে চলেছেন তিনি। সম্প্রতি লিজেন্ডস ক্রিকেট লিগে ইন্ডিয়া মহারাজাসকে হারিয়ে শিরোপা জিতেছিল তার দল এশিয়া লায়নস।