আপডেট : ২৫ এপ্রিল, ২০২৩ ২২:৫৮
গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
প্রতিনিধি, রাজবাড়ী

গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

রাজবাড়ীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দাদশী ইউনিয়নের ধুলদী কেষ্টপুর গ্রামের নজর আলী খানের ছেলে মিলন খান (৩০) ও হোসনাবাদ গ্রামের আকবর মণ্ডলের ছেলে ফকের মণ্ডল (৪৫)। মিলন সেলুনে নরসুন্দরের কাজ এবং ফকের কৃষিকাজ করতেন।

দাদশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ জানান, দুপুরে মিলন ও ফকের মোটরসাইকেল নিয়ে গ্রামের পাকা রাস্তা দিয়ে বড়দোয়াল থেকে কামালপুরের দিকে যাচ্ছিলেন। পথে নিজাতপুর গ্রামে সাবেক ইউপি সদস্য শাখাওয়াত হোসেনের বাড়ির সামনে এলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আমগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তারা দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকেই ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা নেয়ার পথে তাদের মৃত্যু হয়।