জয়পুরহাটের কালাইয়ে ১ হাজার পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার হাজিপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে সাহারুল ইসলাম (৩০) ও ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা এলাকার মজিদের ছেলে মেহেদুল ইসলাম (৪০)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কালাই উপজেলার হাজীপাড়া গ্রামে মোহাম্মাদ আলীর বাগানে এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এ সময় অভিযান চালিয়ে সাহারুল ইসলামের দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
অপরদিকে, উপজেলার হাজিপাড়া গ্রামের ওহেদ আলী মন্ডলের বালকা পাথার মাঠে মাদকদ্রব্য বিক্রি করতে একজন অবস্থান করছে। পরে ওই স্থানে অভিযান চালিয়ে মেহেদুল ইসলামের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা