চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজেআই কয়েকদিন পরপর চমক নিয়ে হাজির হয়। হয়তো এজন্যই ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির জন্য দক্ষ ড্রোনের বাজারে একচেটিয়া ব্যবসা এখন প্রতিষ্ঠানটির।
এবার তারা এনেছে ‘ডিজেআই ম্যাভিক থ্রি প্রো’। এটিই তাদের করা প্রথম ড্রোন যার তিনটি চোখ। অর্থাৎ নতুন ড্রোনটি তিনটি ক্যামেরা সম্বলিত। একটি ২৪ মিলিমিটার ওয়াইড লেন্স, একটি ৭০ মিলিমিটার মিডটেলি আর অন্যটি ১৬৬ এমএম টেলি লেন্স।
এখন থেকে এই এক ড্রোন দিয়েই ধারণ করা যাবে কাছের-দূরের দৃশ্য। লেন্সগুলো তৈরি করেছে বিখ্যাত সুইডিশ লেন্স ও ক্যামেরা নির্মাতাটা প্রতিষ্ঠান হ্যাসেলব্লেড।
ড্রোনটি সেকেন্ডে ৬০ ফ্রেম ফোর কে ভিডিও নিতে সক্ষম। থাকছে তিনটি সিমোস সেন্সর। ওয়াইড লেন্স দেবে ২০ মেগাপিক্সেল, মিডটেলি দেবে ৪৮ মেগাপিক্সেল এবং টেলি দেবে ১২ মেগাপিক্সেল রেজুলেশন।
একটি ব্যাটারি দিয়ে ড্রোন ওড়ানো যাবে সর্বোচ্চ ৪৫ মিনিট। একটি ম্যাভিক থ্রি প্রোর দাম পড়বে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা। সঙ্গে অন্যান্য ডিভাইস ও সুবিধা যোগ করলে দাম ৫ লাখ টাকা ছাড়িয়ে যাবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা