আপডেট : ২৭ এপ্রিল, ২০২৩ ১১:১৬
সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু
প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরা কারাগারে আসামির মৃত্যু

প্রতীকী ছবি

সাতক্ষীরা কারাগারে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রবীন্দ্রনাথ (৬৫) নামের ওই আসামির মৃত্যু হয়।

রবীন্দ্রনাথ জেলার কালীগঞ্জ উপজেলার বাতুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে বসবাস করতেন।

গত বছরের ২১ নভেম্বর এনআই অ্যাক্টের (চেক জালিয়াতি) মামলায় কারাভোগ করছিলেন।

নকিপুরের বাসিন্দা সেলিম হোসেন বলেন, রবীন্দ্রনাথ অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। যে কারণে তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক মামলা ছিল।

সাতক্ষীরা জেলা কারাগারের ডেপুটি জেলার হাসেম রেজা জানান, বুধবার রাত ১১টার দিকে রবীন্দ্রনাথের তলপেটে ব্যথা শুরু হয় এবং প্রেশার লো হয়ে যায়। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ৪০ মিনিটে মারা যায়।