রাজধানীর মগবাজার ফ্লাইওভারে পিকআপ ভ্যানের চাপায় শহিদুল ইসলাম বাবু (৩৫) নামে এক বাসচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মো. কানন মিয়া নামে নিহতের এক সহকর্মী বলেন, ‘বাবু ও আমি বলাকা পরিবহনের চালক হিসেবে কাজ করি। ভোরের দিকে বাস নিয়ে কমলাপুরের দিকে যাচ্ছিল বাবু। চালকের সহকারী না থাকায় সে নিজে গেটে দাঁড়িয়ে ছিল আর গাড়িটি চালাচ্ছিল তার আরেক বন্ধু।’
কানন জানান, মগবাজার ফ্লাইওভারের ওপরে ওঠার পর অন্য একটি গাড়ির ধাক্কায় বাসটি রেলিংয়ে গিয়ে ধাক্কা লাগে। এতে বাসের গেটে দাঁড়িয়ে থাকা বাবু রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের কেউ এখনো কেউ আসেনি। তবে শুনেছি তিনি উত্তরা এলাকায় বসবাস করেন।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা