অফস্টাম্পের বাইরে বল করলেন প্রভাত জয়াসুরিয়া, আয়ারল্যান্ডের পল স্টার্লিং কিছুটা নিচু হয়ে আসা সে বলে কাভার ড্রাইভ করলেন। তবে এক্সট্রা কাভারে দাঁড়ানো কুশল মেন্ডিসকে ফাঁকি দিতে পারলেন না। বলটি কুশলের হাতে জমতেই ইতিহাসে পাতায় নাম উঠে গেল প্রভাতের। ৭১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে এই শ্রীলঙ্কান স্পিনার বনে গেলেন স্পিনার হিসেবে টেস্টে দ্রুততম ৫০ উইকেটের মালিক।
মুরালি-হেরাথদের দেশের হয়ে লাল বলে সবচেয়ে দ্রুততম ৫০ টেস্ট উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন প্রভাত। আর ৭ টেস্টে ৫০ উইকেট তুলে নিয়ে এখন টেস্ট ক্রিকেট ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম পঞ্চাশ উইকেট শিকারিও তিনি।
Prabath Jayasuriya storms into the record books as the quickest 🏎️💨 Spinner and the quickest Sri Lankan to reach 50 Test wickets,🔥 joining the ranks of the second-fastest players in Test cricket history! 🏏🎉
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) April 28, 2023
Jayasuriya hit the 50-wicket mark in just his seventh Test to snatch… pic.twitter.com/Jq6Ia2mZV0
১৯৫১-৫২ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আলফ ভ্যালেন্টিন ৮ ম্যাচে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। গলে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে সে রেকর্ড নিজের করে নিলেন প্রভাত। এই টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে এরই মধ্যে দুই উইকেট ঝুলিতে পড়েছেন এই স্পিনার।
প্রভাতের কীর্তির দিনে জয় দেখছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ৪৯২ রান করা আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৩২ রান তুলেছে। ইনিংস হার এড়াতে তাদের চাই আরও ৮০ রান। নিজেদের প্রথম ইনিংসে দুই ডাবল সেঞ্চুরি আর দুই সেঞ্চুরিতে ৩ উইকেটে ৭০৪ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা