নাটোরের নলডাঙ্গায় দীর্ঘ ২ ঘণ্টা ধরে মুখোমুখি দেখা গেছে দুটি সাপকে। কখনো মনে হচ্ছিল তারা নাচছে, কখনো মনে হচ্ছিল তারা লড়াই করছে নিজেদের মধ্যে। প্রকৃতপক্ষে তারা প্রজনন ঋতুতে আধিপত্যের জন্য লড়াই করছিল। আর সে যুদ্ধ নান্দনিক নাচের মুদ্রার মতো মনে হওয়াতেই একে বলা হয়ে থাকে ‘মেটিং কমব্যাট রিচুয়াল’, যা ভারতে ‘কমব্যাট ড্যান্স’ নামেও পরিচিত।
বিরল এ ঘটনার সাক্ষী হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভট্টপাড়া গ্রামবাসী। গত বৃহস্পতিবার সকালে দুই দাঁড়াশের এই যুদ্ধ-নাচ দেখতে ভিড় জমে যায় ভট্টপাড়া গ্রামে।
স্থানীয় পরিবেশকর্মী ফজলে রাব্বী জানান, বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে ফসলি জমিতে হঠাৎ দুটি দাঁড়াশ সাপকে যুদ্ধ করতে দেখা যায়। এক তরুণ ঘটনাটি দেখে অন্যদের জানালে সবাই সেখানে ছুটে যান। মাটি থেকে প্রায় দুই ফুট উঁচুতে দেহ টান করে সাপ দুটি লড়াই করছিল।
ফজলে রাব্বী বলেন, প্রজনন ঋতুতে আধিপত্য বিস্তারের জন্য পুরুষ দাঁড়াশ সাপ লড়াইয়ে মেতে ওঠে। এই লড়াইয়ে জয়ী পুরুষ সাপ বংশবিস্তারের সুযোগ পায়। হেরে যাওয়া সাপকে চলে যেতে হয় অন্য এলাকায়।
ভট্টপাড়া গ্রামের বাসিন্দা তিপ্ত মণ্ডল বলেন, এর আগে কখনো গ্রামের মানুষ সাপের লড়াইয়ের এমন দৃশ্য দেখেনি। ২ ঘণ্টা লড়াই চলেছে। এরপর সাপ দুটি ফসলের জমিতে গা-ঢাকা দেয়। কোন সাপ লড়াইয়ে জিতেছে, তা কেউই বুঝতে পারেনি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা