একদিকে নিজে গোল পাচ্ছিলেন না, গোল পাচ্ছিল না তার দলও। এমন গোলখরার তিন ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো মেজাজ হারিয়েছেন বেশ কয়েকবার। কখনো প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদলের সৌজন্যতা দেখাতে আপত্তি জানিয়েছেন তো কখনো খেলার মধ্যে প্রায় রেসলিংসুলভ ট্যাকল করে হয়েছেন সমালোচিত। ওদিকে প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের গুঞ্জন আর তাকে নিয়ে আল নাসর প্রেসিডেন্টের ভাইরাল হওয়া একটি ভুয়া মন্তব্য মাঠের বাইরেও তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে।
তবে গতকাল রাতে আল রাদের বিপক্ষে গোল পেতেই বদলে গেল দৃশ্যপট। রোনালদোর মুখে দেখা গেল হাসি। রোনালদো বেশ খানিকটা সময় দর্শকদের অভিবাদনের জবাবও দিয়েছেন হাততালি দিয়ে। সৌদি প্রো লিগে আল রাদের বিপক্ষে ম্যাচটি তার দল জিতেছে ৪-০ গোলে।
কদিন আগে জার্সি বদলে অনাগ্রহ দেখানো রোনালদো ম্যাচ শেষে নিজের জার্সি উপহার দেন আল রাদের কোচ মারিয়াস সুমুদিকাকে।
আল রাদের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল যোগ করে তারা। ৫৫ মিনিটে আবদুলরহমান ঘারিব, ৯০ মিনিটে মোহাম্মদ মারান এবং যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবদুলমজিদ আল-সুলাইহিম গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল।
বড় জয়ের পরও লিগ টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে আল নাসর, ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা