ফেনী গার্লস ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণির ক্যাডেট সাদেকা সারোয়ার রাইনা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এ সময় তার বাবা লে. কর্নেল সারোয়ার ও মা মেজর শামিমাও গুরুতর আহত হয়েছেন।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে সাদেকা সারোয়ারদের বহনকারী প্রাইভেটকার ফেনীর দিকে আসছিল। পথে চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছালে কারের সামনের চাকা ফুটো হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা সাদেকা সারোয়ার প্রাণ হারায়। গুরুতর আহত হন গাড়িতে থাকা ওই ছাত্রীর বাবা-মা।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘আমাদের এই ছাত্রী অত্যন্ত মেধাবী ছিল। তার মৃত্যুতে বড় ধরনের ক্ষতি হয়েছে। তার আত্মার মাগফেরাত কামনা করি এবং আহতদের সুস্থতা কামনা করি। আল্লাহ যেন তাদের শোক সইবার শক্তি দেন।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা