রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে গ্যাস লাইনে একই পরিবারের তিনজনসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঁচজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন।
দগ্ধরা হলেন মুদি ব্যাবসায়ী আব্দুর রহিম (৫০), তার মেয়ে মীম আক্তার (২১) ও নাতি আলিফ (২), সোহেল (৪৮), মেহেদী হাসান (২২), আলী হোসেন (৫২), রাসেল (৩১), হায়েরা (৫৫)। এদের মধ্যে মেহেদী হাসান শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার শরীরের বেশ কয়েকটি জায়গায় পুড়ে গেছে।
দগ্ধ আব্দুর রহিমের ছেলে আল আমিন জানান, ধূপখোলা মাছ বাজারের পাশে তাদের বাড়ি ও মুদি দোকান। দোকানের সামনের রাস্তায় তিতাস গ্যাস লাইনের কাজ চলছিল। এ সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ হয়। এতে আব্দুর রহিম, মিম ও আলিফসহ বেশ কয়েকজন দগ্ধ হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণ থেকে আগুন লাগে। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
বিষয়টি দৈনিক বাংলাকে নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গেন্ডারিয়ায় গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে আর বাকিরা শেখ হসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা