আপডেট : ১ মে, ২০২৩ ১৮:১৯
পিএসজিতে দুয়ো শুনলেন মেসি, বার্সা থেকেও শুনলেন দুঃসংবাদ
ক্রীড়া ডেস্ক

পিএসজিতে দুয়ো শুনলেন মেসি, বার্সা থেকেও শুনলেন দুঃসংবাদ

পার্ক দে প্রিন্সেসে আরেকবার দুয়ো উঠল। কাল রাতে পিএসজির জার্সিতে লিওনেল মেসি অবশ্য ছিলেনও একেবারে বিবর্ণ। ২০ মিনিটে আশরাফ হাকিমি লাল কার্ড দেখায় দশজনের হয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত কাল নিজেদের মাঠে ৩-১ গোলে হেরে গেছে লরিয়াঁর কাছে।

ম্যাচে দুয়ো শোনা মেসির জন্য বার্সা থেকেও এসেছে একটা দুঃসংবাদ। তাকে ফেরানোর জন্য নিজেদের আর্থিক জোর বাড়াতে যে তোড়জোর করছিল বার্সা, সেটি আপাতত ধাক্কা খেয়েছে স্প্যানিশ লিগের নিয়ন্ত্রক সংস্থার অফিসে।

দুই মৌসুম আগে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষের বেঁধে দেয়া নিয়ম বার্সেলোনা মানতে পারেনি বলেই ক্লাবটা ছাড়তে হয়েছিল মেসিকে। পিএসজিতে দুই বছরও ভালো কাটেনি, এ সময়ে আর্জেন্টিনায় সব জিতলেও ক্লাবে চ্যাম্পিয়নস লিগে নিদারুণ ব্যর্থতাই জুটেছে মেসিদের। এমবাপ্পে আর নেইমারের সঙ্গে মেসির ‘আক্রমণত্রয়ী’ও সেভাবে আলো ছড়াতেই পারল না! এখন গুঞ্জন, এই মৌসুমের শেষে পিএসজিতে চুক্তি শেষে মেসি বার্সায় ফিরতে চান।

বার্সা তো তা সব সময়ই চায়। তবে বার্সার করুণ আর্থিক অবস্থা তা হতে দিচ্ছে না। মেসিকে আনতে পারলে মাঠে বাড়তি অনুষঙ্গ তো যোগ হয়ই, বার্সার আর্থিক অবস্থারও উন্নতি হয় – বার্সার তাই মেসিকে ফেরাতে না চাওয়ার কোনো কারণ নেই। কিন্তু মেসিকে আনতে গেলেও তো আর্থিক অবস্থার জোর কিছুটা ফেরাতে হবে।

আয়ের তুলনায় ব্যয়ের সীমা লা লিগার অনুমোদিত সীমার অনেক বাইরে থাকায় গাভি, আরাউহোর মতো খেলোয়াড়ের চুক্তিই এখনো নিবন্ধন করাতে পারছে না বার্সা। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস আগেই জানিয়ে দিয়েছেন, বার্সাকে ‘পরিচালন খরচ’-এর পরিমাণ ২০ কোটি ইউরো কমাতে হবে, কোনো কোনো স্প্যানিশ সংবাদমাধ্যমে অঙ্কটা ৩৫ কোটিও বলা হচ্ছে।

এর মধ্যে মেসিকে আনার পরিকল্পনা কী? বার্সা গত মৌসুমের মতো এবারও টাকা-পয়সা আনার মতো একটা ‘ফিনান্সিয়াল লেভার’ চালু করার পরিকল্পনা এঁটেছে, পাশাপাশি খেলোয়াড়দের বেতন কমানোর পাশাপাশি দু-তিনজন খেলোয়াড় বিক্রি করে উদ্বৃত্তপত্রে ভারসাম্য আনার পরিকল্পনার কথা জানিয়েছে। সে পরিকল্পনা লা লিগার অনুমোদনের জন্য পাঠিয়েও দিয়েছিল বার্সা।

কিন্তু গতকাল স্প্যানিশ ক্রীড়াদৈনিক স্পোর্ত জানিয়েছে, বার্সার এই পরিকল্পনা বাতিল করে দিয়েছে লা লিগার কমিটি। তাদের চোখে, খরচ কমানোর যে লক্ষ্য বার্সা বেঁধে দিয়েছে পরিকল্পনায়, বাস্তবে সেটা করে দেখানো ‘ভীষণ জটিল’ হবে। আয় বাড়ানোর পরিকল্পনা তো আগেই বাতিল করে দিয়েছেন লা লিগা সভাপতি তেবাস।

এ জটিলতার অবসান না হওয়ার মানে তো একটাই – মেসির বার্সায় ফেরা আরও জটিল হয়ে পড়ছে।