আপডেট : ২ মে, ২০২৩ ১৪:২১
জাবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছয়টি অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলধারী ছয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন।

গত সোমবার ইউজিসির ওয়েবসাইটে স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। সেখানে মনোনীতদের মধ্যে জাবির ৬ শিক্ষার্থীর নাম রয়েছে।

তারা হলেন, কলা ও মানবিক অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমী আক্তার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার, সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার, জীববিজ্ঞান অনুষদ থেকে মাইক্রোবায়োলজি বিভাগের মুমতারিন জান্নাত ঐশী, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত এবং আইন অনুষদের আইন ও বিচার বিভাগের লিমা আক্তার।

এবার ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে (জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ব্যতিত) মোট ১৭৩ জন শিক্ষার্থী এই স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবিবিশ্ববিদ্যালয় থেকে একজন করে মোট তিনজন শিক্ষার্থী পাবেন এ স্বর্ণপদক। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে রেকর্ড নম্বর অর্জনকারী দুইজন শিক্ষার্থীকেও দেয়া হবে এ পদক।

মনোনীতদের মধ্যে ১১ জন ঢাকা বিশ্ববিদ্যালয়, ৯ জন করে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধাবিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।