মুঠোফোন ও অ্যাপ্লায়েন্স বিভাগের কর্মীদের ওপর চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে স্যামসাং ইলেকট্রনিকস। প্রযুক্তিটির অপব্যবহার নিয়ে খবর প্রকাশের পর মঙ্গলবার এমন ঘোষণা দেয় দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। খবর এএফপির।
গত নভেম্বরে সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয় চ্যাটজিপিটি। সে থেকে তুমুল জনপ্রিয়তা পেয়েছে চ্যাটবটটি। মাইক্রোসফট সব মিলিয়ে এক হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণাও দিয়েছে।
ব্যবহারকারীর প্রশ্নের উত্তর কথোপকথনের মাধ্যমে দিতে পারে চ্যাটজিপিটি। আবার প্রবন্ধ, গান, সংবাদ, কবিতা লিখে চমকেও দিয়েছে। বেশ কিছু ক্ষেত্রে কঠিন সব পরীক্ষায় উৎরেও গেছে সেটি। আবার চ্যাটজিপিটির তথ্য সংগ্রহপদ্ধতি নিয়েও প্রশ্ন আছে সমালোচকদের মধ্যে।
স্যামসাংয়ের নিষেধাজ্ঞা মুলত মুঠোফোন ও গৃহস্থালিতে ব্যবহার্য যন্ত্রপাতি তৈরির সঙ্গে যুক্ত কর্মীদের ওপর।
কর্মীদের কাছে পাঠানো আভ্যন্তরীণ এক নির্দেশনায় প্রতিষ্ঠানটির তরফ থেকে বলা হয়, নিরাপদে জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহারের উপায় উদ্ভাবনে কাজ করে যাচ্ছে স্যামসাং। সে পর্যন্ত প্রতিষ্ঠানের কম্পিউটারে চ্যাটজিপিটির মতো অ্যাপ্লিকেশন ব্যবহার না করতে অনুরোধ জানানো হয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা