আপডেট : ৩ মে, ২০২৩ ১৭:৫৩
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যে কাজে দক্ষ হতে বললেন এই অধ্যাপক
দৈনিক বাংলা ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে যে কাজে দক্ষ হতে বললেন এই অধ্যাপক

জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের অর্থনীতির অধ্যাপক রিচার্ড বল্ডউইন

যন্ত্র মানুষের কাজ কেড়ে নেবে বলে যে কথা প্রচলিত, তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের জেনেভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের অর্থনীতির অধ্যাপক রিচার্ড বল্ডউইন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জানলে এ নিয়ে দুশ্চিন্তা করা অর্থহীন বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্রোথ সামিট’ সম্মেলনের এক প্যানেল আলোচনায় বল্ডউইন বলেন, ‘এআই আপনার কাজ নেবে না, বরং যে এআই ব্যবহার করতে জানে সে নিতে পারে।’

এআই মানুষের প্রতিপক্ষ না হয়ে বরং কাজ সহজ করে দেবে বলে জানান বল্ডউইন। উদাহরণ হিসেবে তিনি বলেন, যে নার্স চিকিৎসাবিষয়ক এআই টুল ব্যবহার করবে, তিনি নিজ কাজে আগের চেয়ে অনেক বেশি দক্ষ হবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তাকে পাত্রভর্তি জ্ঞানের সঙ্গে তুলনা করেন বল্ডউইন। তবে স্বীকার করেন অদূর ভবিষ্যতে কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।

চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই টুল মানুষের কাজ নেবে কি না, এমন বিতর্ক এখন বিশ্বজুড়ে। বিশেষ করে লেখালেখি, প্রোগ্রামিং কোড তৈরির মতো কাজগুলো চ্যাটজিপিটি অনায়াসে করতে শুরু করলে অনেকে চিন্তিত হয়ে পড়েন। তবে বল্ডউইনের মতো আরও অনেক বিশেষজ্ঞদের মত হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে কাজে সাহায্য করবে, কাজ কেড়ে নেবে না।