ঢাকার সাভারে সিলিন্ডার মজুত ও রিফিল করার গোডাউনে বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, তাদের বাসার পাশেই এই গোডাউন। আজ সকালে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় পুরো গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। পরে তিনি ৯৯৯-এ কল করলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। আগুনে ওই এলাকার একটি বাড়ির দুটি কক্ষ পুড়ে যায়।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ২৫-৩০ ফুট দৈর্ঘ্যের সিলিন্ডার মজুতকৃত টিনশেড গোডাউনটি পুড়ে যায়। ৩০-৪০টি ডাবল ও সিঙ্গেল পার্টের সিলিন্ডার মজুত ছিল গোডাউনটিতে। এর মধ্যে ৫-৬টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, কোনো প্রকার অনুমোদন ছাড়াই ওই কারখানায় সিলিন্ডার মজুত করে রিফিল করা হতো। তাদের কোনো ফায়ার লাইসেন্সও ছিল না।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা