আপডেট : ৪ মে, ২০২৩ ১৩:০৬
লিটনের বদলি হিসেবে কাকে নিল কেকেআর
ক্রীড়া ডেস্ক

লিটনের বদলি হিসেবে কাকে নিল কেকেআর

জাতীয় দলের হয়ে খেলার জন্য এমনিতেই পুরো আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারতেন না লিটন কুমার দাস। পারিবারিক কারণ দেখিয়ে আগে ভাগেই দেশে এসে বাংলাদেশ দলের এই ওপেনার এখন ইংল্যান্ডে। তো কেকেআরে তার বদলি হিসেবে খেলবেন কে?

বৃহস্পতিবার লিটনের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের নাম ঘোষণা করেছে কেকেআর। লিটনের সমপরিমাণ অর্থ ৫০ লাখ রুপিতে ক্যারিবীয় এই ব্যাটারকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। আইপিএলের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘কলকাতা নাইট রাইডার্স লিটন দাসের জায়গায় বৃহস্পতিবার জনসন চার্লসকে অন্তর্ভুক্ত করেছে। উইকেটরক্ষক-ব্যাটসম্যান চার্লস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। করেছেন ৯৭১ রান করেছেন। চার্লস ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। ৫০ লাখ রুপিতে কেকেআর নিয়েছে তাকে।'