ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ অবস্থায় জানু মিয়া (৫৮) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, হঠাৎ তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এই হাজতি কোন মামলার আসামি, তা আমরা বলতে পারি না। শুধু এটুকু জানি বাড়ি ঢাকা সাভার এলাকায়।