বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতিতে সরকার অভ্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা বলেন, ‘ক্ষমতায় কে আসবে বা কে আসবে না তা নির্ধারণ করবে দেশের জনগণ।’
বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, ‘ক্ষমতায় কে আসবে বা কে আসবে না তা নির্ধারণ করবে প্রজাতন্ত্রের জনগণ- সরকার নয়। সংবিধানে গণতন্ত্রের যে প্রতিশ্রুতি দেয়া আছে তা লঙঘন করে, নির্বাচনী পদ্ধতিকে ধ্বংস করে, বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার অপরাজনীতিতে সরকার অভ্যস্ত হয়ে পড়েছে। ফলে নির্বাচন প্রক্রিয়া থেকে আবারও জনগণকে অপসারিত করার পাঁয়তারা এবং হুমকি দেশের জনগণকে আতঙ্কগ্রস্ত করে তুলছে।’
বিবৃতিতে তারা বলেন, ‘জনগণের সার্বভৌমত্ব, সম্মতি এবং গণতন্ত্রকে ক্রমান্বয়ে উপেক্ষা করার ভয়ংকর রাজনীতি দেশকে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। এ ধরনের সংঘাত পরিস্থিতি দেশের আভ্যন্তরীণ স্থিতিশীলতাকে চরম ঝুঁকিতে ফেলে দেবে। জনগণের সম্মতির ভিত্তিতে সরকার গঠনের সাংবিধানের নির্দেশনার প্রতি সরকারকে অবশ্যই আনুগত্য পোষণ করতে হবে।’
জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রয়োজনে অবিলম্বে ‘জাতীয় সরকার’ এর কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা