আপডেট : ৪ মে, ২০২৩ ২২:৩৬
কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যু
প্রতিনিধি, মাদারীপুর

কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যু

কালকিনি থানা। ছবি: দৈনিক বাংলা

মাদারীপুরের কালকিনিতে ইতি আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কীটনাশক খেয়ে ওই ছাত্রীর মৃত্যু হতে পারে ধারণা পুলিশের।

নিহত ইতি আক্তার উপজেলার এনায়েতনগর এলাকার দরিচর-লক্ষিপুর গ্রামের সরোয়ার বেপারীর মেয়ে ও দরিচর মাদ্রাসার ছাত্রী। ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইতি আক্তার গত বুধবার রাতে ঘরে টিভি দেখছিল। কিন্তু পড়া-লেখা বন্ধ রেখে টিভি দেখায় তার মা ক্ষিপ্ত হয়ে তাকে বকা দেয়। এ নিয়ে মা মেয়ের মাঝে বাগবিতণ্ডা হয়। এর জেরে সে অভিমান করে রাতে ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে অসুস্থ অবস্থায় ইতিকে পরিবারের সদস্যরা কালকিনি হাসপাতালে ভর্তি করে। দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ইতির বাবা বলেন, ‘ টিভি দেখা নিয়ে মা-মেয়ের ঝগড়া হয়েছিল। তবে শুনেছি সে চাউলের পোকা মাড়া ওষুধ খেয়েছে।’

কালকিনি হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান বলেন, ‘নিহতের পেটে পয়জন পাওয়া গেছে।’

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) শাখোয়াত হোসেন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন নিহতের পেটে পয়জন পাওয়া গেছে। সে কারণে তার মৃত্যু হতে পারে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।’