রাজধানীর শাহজাহানপুর ও সবুজবাগ পৃথক এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টার মধ্যে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় পারিবারিক কলহের জেরে লুবনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে পড়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানা উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, মোবাইলে খবর পেয়ে শাহজাহানপুর দক্ষিণ খিলগাঁও ১৩/সি পানির পাম্পের পাশে একটি বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘নিহতের স্বামী রবিনের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে আসল রহস্য বেরিয়ে আসবে।’
এরআগে সকাল সাড়ে ৯টার দিকে সবুজবাগের একটি বাসায় বাবার ওপর অভিমান করে হোসনে আরা আক্তার (১৯) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭/৩/সি/২/এ রাজারবাগ জোড়া মসজিদের গলির বাসায় এই ঘটনা ঘটে।
নিহতের বাবা মো. জামাল হোসেন বলেন, ‘সকালে ১০ বছরের মেয়েকে নিয়ে বাজারে যাই। তখন ছোট মেয়েকে নিয়ে সে হোসনে আরা ঘুমিয়ে ছিল। বাজার থেকে সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে দেখি ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করি, দরজা না খোলায় দরজা ভেঙে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে সে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ বলেন, রাজারবাগ জোরা মসজিদ গলির একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পরিবারের বরাত দিয়ে আজমিন নাহার কিরণ বলেন, ‘মেয়ের মা আট মাস আগে মারা যান। চার বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বড় বোনের বিয়ে হয়েছে। সবার ছোট বোনের বয়স ৮ মাস। ১০ বছরেরও তার একটি বোন রয়েছে। এমতাবস্থায় তাদের বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইলে বুধবার রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এই ঘটনার জেরে হয়তো সে আত্মহত্যা করতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা