পোল্যান্ডে এক সড়ক দুর্ঘটনায় যশোরের শার্শার পাঁচ কায়বা এলাকার ছেলে আলামিন (২৫) নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি নাগরিক।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পোল্যান্ডের একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর পরিবার খবর পায়। দুর্ঘটনায় নিহত আলামিন যশোরের শার্শা পাঁচ কায়বার কৃষক আক্তারুলের বড় ছেল।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, মাস তিনেক আগে পোল্যান্ডে যান আলামিন। সেখানে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা করছিলেন তিনি। বৃহস্পতিবার চাকরির জন্যই তিনি একটি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। গাড়িতে তার সঙ্গে ছিলেন তিন বাংলাদেশি। পথেই গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা চারজনের মধ্যে প্রাণ হারান আলামিন। আহত বাকি তিনজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
৭ নম্বর কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সঙ্গে আমি কথা বলেছি, খোঁজ-খবর নিয়েছি। ছেলেটির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে, তার প্রস্তুতি চলছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা