৩৩ বছর পর ‘স্কুদেত্তো’ এসেছে নেপলসে। শেষবার দিয়েগো মারাদোনার যুগে এই স্বাদ পেয়েছিল নাপোলি সমর্থকরা। অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিন দশকেরও বেশি সময় পর আবারও ইতালি-সেরার মুকুট পরেছে তারা। সমর্থকদের উন্মাতাল উদযাপন তো অনুমেয়ই ছিল।
তবে উদযাপনের বাড়াবাড়িতে শিরোপা উৎসবে নেমে এসেছে শোকের ছায়া। পিয়াজ্জা ভোলতুর্নোতে প্রিয় দলের শিরোপা উদযাপনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ২৬ বছর বয়সী এক নাপোলি সমর্থক।
ইউরোপীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হওয়ার পর নাপোলির এই সমর্থককে পার্শ্ববর্তী কারদারেল্লি হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরী চিকিৎসা দেয়ার পরও তাকে বাঁচানো যায়নি।
এছাড়া রাতভর শিরোপা উদযাপনের সময় গুলি, ছুরিকাঘাত, ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত জটিলতায় আহত হয়েছেন ২০৩ জন। এদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তবে এতসবের মধ্যেও থেমে নেই নাপোলির শিরোপা উৎসব। প্রায় সপ্তাহখানেক ধরে উৎসবের নগরীতে পরিণত হওয়া নেপলসে এখনো নেচেগেয়ে ‘স্কুদেত্তো’ জয় উদযাপন করছেন সমর্থকরা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা