বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথম দিনে স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা হয়েছে।
গত শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশের আট জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার একই সময়ে কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা হবে।
পরীক্ষায় ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ হাজার ২৭৪ জন অংশ নেন। অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৩ জন।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রিলি পরীক্ষায় ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে রয়েছেন স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন।
২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা