আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২ ০৮:৫৬
কলকাতায় একটি অবসর জীবনযাপন করছি

কলকাতায় একটি অবসর জীবনযাপন করছি

অভিনেতা মোশররফ করিম।

অপূর্ণ রুবেল

বেশ কিছুদিন ধরে কলকাতায় অবস্থান করছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। শোনা যাচ্ছে, সেখানে তিনি ব্রাত বসুর নতুন ছবি ‘হুব্বা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। খুব দ্রুতই দেশে ফিরে নতুন কাজে ঢুকবেন। তার আগে কলকাতা থেকে কথা হলো দৈনিক বাংলার সঙ্গে।

আপনি অনেক দিন ধরেই দেশের বাইরে।

হ্যাঁ। কিছুদিন মালয়েশিয়া কাটিয়ে এসেছি। দেশে ফিরে এক দিন পরেই কলকাতায়। এখন দেশে যাওয়ার জন্য মনটা ছটফট করছে। খুব দ্রুতই ফিরছি।

শোনা যাচ্ছে, ব্রাত বসুর হুব্বা নামের নামের সিনেমার শুটিং শুরু করেছেন।

পুরোদমে শুটিং শুরু হয়নি। অক্টোবর থেকে শুরু হবে। এখন যতটুকু হয়েছে বলে শোনা যাচ্ছে সেটা অন্যান্য কলাকুশলীদের। আমার অংশ অক্টোবর থেকে।

কিন্তু হুব্বা শ্যামল চরিত্রের একটা ছবি  সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে। সেখানে আপনাকে ভিন্নরূপে দেখা গেছে।

একটা ‍লুক সেট করা হয়েছিল। তখনকার ছবি। শুধু ছবিটা না, চরিত্রটা ভিন্নরকমের। চরিত্রটার মধ্যে আরোপিত কিছু নেই। গল্পটা একদম আলাদা। তাই চরিত্রটাও আলাদা। চরিত্রের যে লেয়ার সেটাও দর্শকরা উপভোগ করবেন বলেই আমার মনে হয়।

এক কথায় চরিত্রটা কেমন?

পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। হুগলির গ্যাংস্টার হুব্বার চরিত্র ছিল বর্ণাঢ্য। সেটাই হলো আমার চরিত্র। জীবনে তো আমি অসংখ্য চরিত্র করেছি। কিন্তু কোনোটার সঙ্গে এই চরিত্রটার মিল নেই।

তাহলে এতদিন ধরে কলকাতায় শুধু লুকসেট?

এটাই আরকি। বলা যায় নিজেকে সময় দিচ্ছি। দেখছি। ঢাকায় ফিরেই তো ব্যস্ত হয়ে যাব। ব্যস্ততা তো আমাকে অবসর দেয় না। তাই কলকাতায় একটা অবসর জীবনযাপন করছি বলা যায়।

কলকাতায় তো আপনি আগেও কাজ করেছেন। সেখানে নির্মাতাদের সঙ্গে এ দেশের নির্মাতাদের কাজের কোনো পার্থক্য খুঁজে পান?

এটা আসলে বলার মতো কোনো বিষয় না। পার্থক্য তো থাকবেই। দেশেই তো এক নির্মাতার সঙ্গে আরেক নির্মাতার কাজের কোনো মিল নেই। দেশের বাইরের কীভাবে মিল থাকবে!

দেশে ফিরছেন কবে?

দু-একদিনের মধ্যেই। দেশে ফিরেই কাজে ঢুকব। দেশের ওটিটির জন্য একটা সিনেমার শুটিং শুরু করব। তারপরই নিয়ামুল মুক্তা পরিচালিত বৈদ্য সিনেমার শুটিং শুরু করব। এর মধ্যে আবার কলকাতা ফিরতে হবে হুব্বার জন্য।

তাহলে নাটকে কি আপনাকে পাওয়া যাবে না?

যাবে না কেন। আমি তো এমন অভিনেতা সামনে আসলে ভালো লাগলে সেটা করে ফেলি। তাই মাঝের সময়গুলোতে নাটকেই কাজ করব।

দেশে বেশ কিছু ভালো সিনেমা মুক্তি পেয়েছে। দেখার সুযোগ হয়েছে কি?

না। মুক্তির আগে থেকেই আমি দেশের বাইরে। তবে আমি শুনেছি সিনেমাগুলোর কথা। খুব ভালো চলছে। দেশে ফিরেই দেখার পরিকল্পনা আছে।