আপডেট : ৮ মে, ২০২৩ ০৯:১৬
ডিপিডিসিতে সেবাসপ্তাহ শুরু
দৈনিক বাংলা ডেস্ক

ডিপিডিসিতে সেবাসপ্তাহ শুরু

ইঞ্জিনিয়ার্স ডে-২০২৩ উপলক্ষে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ৭ থেকে ১৩ মে বিদ্যুৎ সেবাসপ্তাহ ঘোষণা করেছে।

ডিপিডিসি এমডি প্রকৌশলী বিকাশ দেয়ানের সভাপতিত্বে গতকাল রোববার প্রতিষ্ঠানের কাঁটাবন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সেবাসপ্তাহের উদ্বোধন করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান ও এস এম মঞ্জুরুল হক মঞ্জু, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং আইইবির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন (শিবলু)। বিজ্ঞপ্তি