বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন উৎসবের আমেজ। অবশ্য শুধু ক্রীড়াঙ্গনই কেন, দুদিন ধরে বাঁধনহারা উল্লাস দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ মেয়েদের ফুটবল দল। এমন অর্জনের উদ্যাপনে অংশীদার হতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সাবিনা খাতুনের দলকে অর্ধকোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা করেছে বিসিবি।
আজ বুধবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক দলকে হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ দলকে তারা ৫০ লাখ টাকা পুরস্কার দেবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মেয়ে ফুটবলারদের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমর্থনের নিদর্শন হিসেবে বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’
সাফে মেয়েদের সাফল্য ক্রীড়াঙ্গনে আরও অনেক সাফল্যের আশা দেখায় পাপনকে, ‘আমার কোনো সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা