আপডেট : ১১ মে, ২০২৩ ০১:৫৪
জবি প্রেসক্লাবের নির্বাচন আজ
প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রেসক্লাবের নির্বাচন আজ

জবি প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের প্রক্রিয়া শেষ হয়েছে আগেই। আজ ভোট। ছবি: দৈনিক বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্য‌মের প্রগতিশীল চিন্তাধারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) নির্বাচন আজ বৃহস্পতিবার।

সংগঠন‌টির বর্তমান সভাপ‌তি ও নির্বাচন সমন্বয়কারী মো. মোস্তাকিম আহমেদ বলেন, ‘জবি প্রেসক্লাব বঙ্গবন্ধুর আদর্শে গড়া এক‌টি সাংবাদিক সংগঠন। সত্য প্রকাশে প্রেসক্লাব কখনো আপস করে না। এরই ধারাবাহিকতায় প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ১১ মে নতুন কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচন হবে।’

মোস্তাকিম আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় ৪০৪ নম্বর কক্ষে ভোট নেয়া হবে। একই দিন বেলা সাড়ে ৩টায় ভোটের ফল প্রকাশ করা হবে।

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ বলেন, ‘নির্বাচন সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে বলে আশা করছি। নির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও বেশি গতিশীল করবে বলেই আমাদের প্রত্যাশা।’