আপডেট : ১৪ মে, ২০২৩ ২১:১৩
ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিক মৃত্যুশয্যায়
ক্রীড়া ডেস্ক

ক্যানসারে আক্রান্ত হিথ স্ট্রিক মৃত্যুশয্যায়

হিথ স্ট্রিক: যখন ছিলেন বাংলাদেশ দলের সঙ্গে।

খবরটা হঠাৎই এসেছে এবং খবরটা হৃদয় ভেঙে দেয়ার মতো। জিম্বাবুয়ের কিংবদন্তি ফাস্ট বোলার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক ক্যানসারে আক্রান্ত। ক্যানসার অনেকদূর ছড়িয়েও গেছে– চতুর্থ ধাপ চলছে এখন। এমনই অবস্থা যে, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তে থাকা স্ট্রিকের সঙ্গে দেখা করতে তড়িঘড়ি করে লন্ডনে থাকা তার পরিবারের লোকজনকে ডেকে নেয়া হয়েছে।

৪৯ বছর বয়সী হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা জানিয়ে জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রী ক্রিস্টি কভেন্ট্রি টুইটে লিখেছেন, ‘হিথ স্ট্রিক তার শেষ দিনগুলো গুনছেন। যুক্তরাজ্য থেকে তার পরিবার দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে। শুধু একটা মিরাকলই পারে তাকে বাঁচাতে। সবাই প্রার্থনা করুন তার জন্য।’

জিম্বাবুয়ের বর্তমান দলের অলরাউন্ডার শন উইলিয়ামস সব সময় স্ট্রিককে নিজের মেন্টর মেনেছেন, স্ট্রিকের সঙ্গে তার সম্পর্কটাও বন্ধুর মতো। তার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানা গেছে নব্বই দশক আর এই শতকের শুরুতে জিম্বাবুয়ের ক্রিকেট রাঙানো স্ট্রিকের ক্যানসারের ব্যাপারে, ‘হিথের কোলন ও লিভার ক্যানসার (চতুর্থ ধাপ)। এ মুহূর্তে এতটুকুই জানি যে হিথের পরিবারের কাছের লোকদের দক্ষিণ আফ্রিকায় ওর কাছে ডাকা হয়েছে, এর বেশি কিছু এই মুহূর্তে জানি না।’

স্ট্রিকের ক্যানসার খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে বলেও অনুমান উইলিয়ামসের, ‘আমি তাকে মেসেজ করেছিলাম, উনি সেটার উত্তরও দিয়েছেন। তবে এই মুহূর্তে তার পরিবার সবকিছু জনসম্মুখে আনতে চাইবে না, এটাই স্বাভাবিক। শুনে মনে হচ্ছে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, কারণ গত সপ্তাহেই তিনি মাছ ধরতে গিয়েছিলেন। আমরা সবাই শুধু প্রার্থনা করছি যেন তিনি ঠিক হয়ে যান!’

জিম্বাবুয়ের জার্সিতে ৬৫ টেস্ট ও ১৮৯ ওয়ানডে খেলা স্ট্রিক দেশটির ইতিহাসে এখনো ১০০-র বেশি টেস্ট উইকেট ও ২০০-র বেশি ওয়ানডে উইকেট পাওয়া একমাত্র বোলার। ২০০৪ সালে বোর্ডের সঙ্গে ঝামেলায় অধিনায়কত্ব ছেড়ে দেয়া স্ট্রিক পরের বছর মাত্র ৩১ বছর বয়সেই অবসরে চলে যান। খেলা ছাড়ার পর বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছাড়াও জিম্বাবুয়ের জাতীয় দলে অনেক ভূমিকায়ই দায়িত্ব পালন করেছেন। কোচিং করিয়েছেন কলকাতা নাইট রাইডার্স ও সমারসেটেও।

অবশ্য বছর দুয়েক আগে নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছিলেন স্ট্রিক। আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালার পাঁচটি ধারা ভেঙে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।

সেসব ভুলে এখন শুধু হিথ স্ট্রিকের জন্য প্রার্থনায় হাত ওঠানোর সময়।