আপডেট : ১৬ মে, ২০২৩ ২৩:৪৫
জামালপুরে কালবৈশাখীর আঘাত, গাছচাপায় যুবলীগ নেতা নিহত
প্রতিনিধি, জামালপুর

জামালপুরে কালবৈশাখীর আঘাত, গাছচাপায় যুবলীগ নেতা নিহত

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় নিহত সুজন। ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের সময় একটি গাছ উপড়ে পড়লে সেই গাছের চাপায় স্থানীয় যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। একই গাছের চাপায় আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে মেলান্দহ উপজেলার আমবাড়িয়া বাজারে ঝড়ে হতাহতের ঘটনা ঘটে। ঝড়ে নিহত সুজন (৩০) আমবাড়িয়া গ্রামের সোজা খানের ছেলে। তিনি দুরমুঠ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আহত দুজন হলেন ফরিদ ও ইব্রাহিম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, কালবৈশাখী ঝড়ের সময় প্রবল বাতাসে অত্যন্ত পুরোনো একটি বটগাছ উপড়ে আমবাড়িয়া বাজারে যুবলীগ নেতা সুজনের দোকানের ওপর আছড়ে পড়ে। এতে দুর্ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

ওই সময়ই গুরুতর আহত ফরিদকে উদ্ধার ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে।

খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও জামালপুর ও ইসলামপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছ কেটে উদ্ধারকাজ চালাচ্ছে। ঝড়ের পর থেকে দুই ঘণ্টা ধরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতার সময়ই ইব্রাহিম নামে আরেকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে।