মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাস ধরে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তেলের অগ্রিম বরাদ্দ না পাওয়ায় অ্যাম্বুলেন্স বন্ধ রাখা হয়েছে।
গতকাল বুধবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতাল প্রাঙ্গণে দুই পাশে দুটি প্রাইভেট অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে। সরকারি অ্যাম্বুলেন্সের অবস্থান জানতে চালক মাসুমকে ফোন করলে তিনি জানান, অ্যাম্বুলেন্স স্টাফ কোয়ার্টারের ভেতরে রয়েছে। পরে স্টাফ কোয়ার্টারে গিয়ে দেখা যায়, একটি আবাসিক ভবনের নিচে অরক্ষিতভাবে অ্যাম্বুলেন্সটি রাখা আছে। মাসুম জানান, প্রায় চার মাস ধরে অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় হাসপাতালে কোনো কাজ নেই। তবে তারা প্রতিদিনই হাজিরা দেন।
হাসপাতাল সূত্র জানায়, স্থানীয় যেকোনো একটি পেট্রলপাম্প থেকে চুক্তিভিত্তিক তেল নিয়ে অ্যাম্বুলেন্স সেবা দেয়ার নিয়ম রয়েছে। পরে তেল বরাদ্দের টাকা পেলে বিল পরিশোধ করা হয়। এ রকমভাবেই চলে আসছিল। তবে সর্বশেষ চার মাস আগে এভাবে তেল নেয়া বন্ধ করে দেয়া হয়েছে এবং সর্বশেষ বিল পরিশোধ এ মাসে করা হয়েছে।
উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের বাছিরপুর এলাকায় মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে সরকারের অধিগ্রহণ করা ৫ একর জমিতে চারতলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মিত হয়। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় ৫০ শয্যার এ হাসপাতাল।
স্থানীয়রা বলছেন, জুড়ী উপজেলার ছয় ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের জন্য একমাত্র সরকারি হাসপাতাল এটি। উপজেলা সদর ছাড়াও পাশের বড়লেখা উপজেলা থেকেও অনেকে এখানে চিকিৎসা নেন।
এ রকম একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় ভোগান্তির কথা জানাচ্ছেন রোগী, স্বজন ও স্থানীয়রা। তারা বলেন, সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় জরুরি রোগী পরিবহনে বেসরকারি অ্যাম্বুলেন্সের দ্বারস্থ হতে হচ্ছে তাদের। সুযোগ বুঝে বেসরকারি অ্যাম্বুলেন্সগুলোও দ্বিগুণ ভাড়া আদায় করছে। পকেট ফাঁকা হচ্ছে রোগী ও স্বজনদের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ অবশ্য চার মাস অ্যাম্বুলেন্স বন্ধ থাকার কথা অস্বীকার করলেন। তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্স বন্ধ আছে দুই থেকে আড়াই মাস। অগ্রিম তেলের বরাদ্দ না পাওয়ায় সেবাটি বন্ধ রাখা হয়েছে। যে পেট্রলপাম্প থেকে হাসপাতালের অ্যাম্বুলেন্সের তেল নিতাম, সেখানে প্রায় সাড়ে তিন লাখ টাকা বকেয়া ছিল, তা ঈদের আগে পরিশোধ করা হয়েছে। নতুন বরাদ্দ এলে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে।’
মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলেন, ‘দ্রুতই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা