আপডেট : ১৭ মে, ২০২৩ ১২:৩৪
৮ বিভাগে বজ্রবৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস

৮ বিভাগে বজ্রবৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির আভাস

দেশের আট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় এ সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, নওগাঁ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমতে পারে। পাশাপাশি সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংগ্ন এলাকায় অবস্থান করছে।

বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ডিমলায় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ১০০ মিলিমিটার।