আপডেট : ১৭ মে, ২০২৩ ১৪:৫২
শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
প্রতিনিধি, নাটোর

শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নাটোরের লালপুরে শিশু ধর্ষণের দায়ে রান্টু উদ্দিন (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রান্টু উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আনিসুর রহমান জানান, ২০১০ সালের ১৮ আগস্ট লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের নিজ বাড়িতে ১০ বছর বয়সী শিশু কন্যাকে রেখে বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যায় শিশুটির মা। পরে বাড়িতে ফিরে এসে সে তার শিশুকন্যাকে ডাক দিলে কোনো সাড়াশব্দ পাননি। এ সময় শিশুটির মা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকেই ধর্ষণের ঘটনাটি দেখতে পায়। পরে রান্টুকে ধরতে গেলে ভুক্তভোগীর মাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় সে।

পরে শিশুটির মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রান্টু উদ্দিনকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ রান্টুকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রান্টু ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ রান্টুর বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় ১৩ বছর মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ এ রায় দিলেন।