জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মো. মাহতাব উদ্দিন আর নেই। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মাহতাব উদ্দিন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাতেই পাবনা সদর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো. মাহতাব উদ্দিন ১৯৪১ সালের ৩০ জুলাই পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে পাকিস্তান বেতারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) থেকে তিনি অবসর নেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মাহতাব উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতারা মরহুমের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা