বিভিন্ন ধরনের বাহারি ফুলের গাছে সজ্জিত করা হচ্ছে রাজধানীর ধানমন্ডি এলাকার সাতমসজিদ সড়কের বিভাজক (মিডিয়ান)।
গত বৃহস্পতিবার রাত থেকে সড়ক বিভাজকে এসব ফুলগাছ লাগানো শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
প্রতিটি গাছের মধ্যে ৪-৫ ফুট দূরত্ব রেখে সাতমসজিদ সড়কের ১ দশমিক ৭ কিলোমিটার সড়ক বিভাজকের মধ্যে ইতিমধ্যে ৮০০ মিটার অংশে বিভিন্ন ধরনের ৬৫০টি ফুলের গাছ লাগানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ডিএসসিসির জনসংযোগ বিভাগ।
সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানো প্রসঙ্গে ডিএসসিসির বিভিন্ন অবকাঠামো উন্নয়ন (মেগা) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. খায়রুল বাকের বলেন, ‘আমরা সাতমসজিদ সড়কের বিভাজকে ফুলের গাছ লাগানো শুরু করেছি। পুরো বিভাজকে প্রায় দেড় হাজার ফুলের গাছ লাগানো হবে। আগামী দুই দিনের মধ্যে সড়ক বিভাজককে ফুলের গাছে সজ্জিত করার কার্যক্রম সম্পন্ন হবে।’
১ হাজার ৭০০ মিটার দৈর্ঘ্যের এ সডক বিভাজকে ফুলের গাছ লাগানো এবং প্রয়োজনীয় বালু, মাটি, গোবর ও সার ক্রয়ে ১০ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা