আপডেট : ২০ মে, ২০২৩ ১৪:৫৩
কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
প্রতিনিধি, গাজীপুর

কাশিমপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে কারাগারে অসুস্থ হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া সুমন ঢালী (৪৪) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, ‘সুমন ঢালীর হার্টের সমস্যা ছিল। তাকে বিভিন্ন সময় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সুমন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

সুমন কেরানীগঞ্জ থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালের ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে সুমন ঢালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।