আপডেট : ২১ মে, ২০২৩ ১১:৫৮
বাঁশখালীতে সাপের কামড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
প্রতিনিধি, আনোয়ারা ও বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে সাপের কামড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সুলতানা (৩২) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নাসরিন সুলতানা ওই এলাকার নুরুল আমিনের স্ত্রী। তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।

নুরুল আমিনের ভাগনে ফারুকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় নাসরিন সুলতানা মুরগির খোঁপ বন্ধ করতে গেলে একটি সাপ তার পায়ে কামড় দেয়। প্রথমে বিষয়টি তিনি বুঝতে না পারায় ওযু করে নামাজ পড়তে যান। এরপর পায়ে যন্ত্রণা অনুভব করলে স্থানীয় এক চিকিৎসককে আনা হয়। পরে ওই চিকিৎসক তাকে সাপে কেটেছে জানিয়ে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, সময় মতো হাসপাতালে নেয়া হলে নাসরিন সুলতানাকে বাঁচানো যেত। বাঁশখালীর সড়কের অবস্থায় বেহাল। ফলে বিভিন্ন এলাকা ঘুরে হাসপাতালে যেতে হয়েছে।

তারা বলছেন, রাস্তা-ঘাট ঠিক থাকলে সহজেই হাসপাতালে নিয়ে যাওয়া যেত এবং সঠিক সময়ে চিকিৎসা দেয়া সম্ভব হতো।