আপডেট : ২২ মে, ২০২৩ ১৮:২২
কড়া নিরাপত্তায় কাশ্মীরে জি-২০ পর্যটন সম্মেলন
দৈনিক বাংলা ডেস্ক

কড়া নিরাপত্তায় কাশ্মীরে জি-২০ পর্যটন সম্মেলন

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সোমবার থেকে জি-২০ পর্যটন সম্মেলন শুরু হয়। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সোমবার থেকে জি-২০ পর্যটন সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন ঘিরে শ্রীনগরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

বিবিসি জানায়, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ হওয়ার পর শ্রীনগরের সম্মেলনটিই সেখানে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। জি-২০ভুক্ত দেশগুলো থেকে প্রায় ৬০ জন প্রতিনিধি শ্রীনগরে সম্মেলনে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। তবে চীন এই সম্মেলনে যোগ দেবে না বলে আগেই জানিয়ে দিয়েছে। জম্মু-কাশ্মীরকে বিতর্কিত ভূখণ্ড উল্লেখ করে সেখানে জি-২০ পর্যটন সম্মেলন আয়োজনের ঘোর বিরোধিতা করেছে চীন। ভারতের আরেক বৈরী প্রতিবেশী পাকিস্তান গত এপ্রিলে জম্মু-কাম্মীরে সম্মেলন আয়োজন দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বলে মন্তব্য করে। পাকিস্তান অবশ্য জি-২০ভুক্ত দেশ নয়। কাশ্মীরের সম্মেলনে তুরস্ক ও সৌদি আরবও ‍ উপস্থিত থাকবে না। এদিকে কাশ্মীরে সম্মেলন আয়োজন ঘিরে বিতর্কের মুখে ভারত বলেছে, নিজের ভূখণ্ডে যেখানে ইচ্ছা অনুষ্ঠান করবে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, শ্রীনগরে ডাল লেক সংলগ্ন শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল সেন্টারে সোমবার জি-২০ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপ সম্মেলন শুরু হয়েছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। তিন দিনের শীর্ষ সম্মেলনে বিদেশি অতিথিদের নিরাপত্তা সুনিশ্চিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি), মার্কোস কমান্ডো এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপকে (এসওজি) সভার স্থান শের কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের আশপাশে মোতায়েন করা হয়েছে। গত রোববার কূপওয়াড়াসহ কাশ্মীরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে জঙ্গিদের চর সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে এনআইএ। ডাল লেকেও নৌকা নিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া শ্রীনগরের বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসি জানায়, সম্মেলন উপলক্ষে কাশ্মীরে আঁটসাঁট নিরাপত্তাব্যবস্থায় সাধারণ বাসিন্দারা ব্যাপক অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বলেন, ‘বিস্তৃত পরিসরে নিরাপত্তাব্যবস্থার আয়োজন করে ভারতের কেন্দ্রীর সরকার আদতে কাশ্মীরের সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তুলেছে।’ তিনি জি-২০ সম্মেলন ঘিরে আরোপিত বিধিনিষেধের জন্য কাশ্মীরের সঙ্গে কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারের তুলনা করেন। জম্মু-কাশ্মীর প্রশাসন অবশ্য এসব অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিকভাবে মুখ খোলেনি।